গাইবান্ধার সাদুল্লাপুরে স্বামীর মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল সোমবার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।
দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দ। তিনি জানান, নজির হোসেন (৭৫) এক সপ্তাহ আগে মেয়ের বাড়ি সদর উপজেলার হাট লক্ষ্মীপুর গ্রামে বেড়াতে যান। সেখানে অসুস্থতার কারণে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর খবর শুনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী রশিদা বেগম (৬০)। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নজির হোসেন ওই গ্রামের মৃত নসিম উদ্দিন আকন্দের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত আনসার সদস্য ছিলেন। অবসরের পর নজির হোসেন কৃষি পেশায় নিয়োজিত ছিলেন। পাঁচ ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি নিয়ে ছিল তাঁর সংসার।
নজির হোসেন আকন্দের নাতি হাফিজুর রহমান বলেন, ‘আমার দাদা বেশ কিছুদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যায়ও তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এক সপ্তাহ আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই মারা যান।’