চট্টগ্রামের লোহাগাড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা পদত্যাগ করেছেন। তাঁরা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে ইমন এবং সহসভাপতি মো. কামরুজ্জামান।
গতকাল সোমবার রাত আটটার দিকে সাইফুল ইসলাম ও কামরুজ্জামান নিজেদের ব্যক্তিগত ফেসবুক থেকে পোস্ট করে পদত্যাগের ঘোষণা দেন। ওই পোস্টে তাঁরা ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।
তবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ওই দুই নেতা ১৪ আগস্ট রাতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ও তাঁর ওয়াজের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেন। তাঁদের কাছে পোস্ট দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। তাঁরা পদত্যাগ না করলেও তাঁদের বহিষ্কার করা হতো। সেটি জেনে তাঁরা নিজেরাই পদত্যাগ করেছেন।
অবশ্য দুজনই পরবর্তী সময়ে তাঁদের আইডি থেকে সাঈদীকে নিয়ে দেওয়া পোস্ট মুছে দেন। তিন দিন পরে আরেকটি পোস্ট করে বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাবি করেন, ভিন্নদল সমর্থনকারীরা তাঁর ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট দিয়েছেন।
সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারিবারিক চাপ ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে সাংগঠনিক কাজে সময় দিতে না পারায় পদত্যাগ করেছেন। অন্য কোনো কারণ নেই।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. কামরুজ্জামানকে মুঠোফোনে অন্তত পাঁচবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক প্রথম আলোকে বলেন, লিখিত কোনো পদত্যাগপত্র তাঁদের হাতে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি জেনেছেন।