ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন। নারকেলগাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মেয়র ও স্থানীয় বর্তমান সংসদ সদস্য এ বি এম আনিসুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।
আরেক প্রার্থী সাবেক কাউন্সিলর নূরুল হুদা শিবলু মোবাইল ফোন প্রতীকে ৮৯৭ ভোট পেয়েছেন। এই উপনির্বাচনে ১৬ হাজার ৫২৫ ভোট পড়েছে, যা মোট ভোটের শতকরা ৫৬ দশমিক ৬৩ শতাংশ।
আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। এরপর উপজেলার পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স কক্ষ থেকে একের পর এক ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সন্ধ্যায় আমিনুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ত্রিশাল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন এ বি এম আনিসুজ্জামান। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মেয়রের শূন্য পদে উপনির্বাচনে তিনি তাঁর স্ত্রী শামীমা আক্তারকে প্রার্থী করেন।
রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘এ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে ছিল।’
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেন এ বি এম আনিসুজ্জামান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ৭১ হাজার ৭৩৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মো. হাফেজ রুহুল আমীন মাদানী ৫০ হাজার ৫৩১ ভোট পান। আজ শূন্য হওয়া মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।