নরসিংদীর শিবপুরে পণ্যবাহী কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গ্যাস অফিসসংলগ্ন এলাকার মো. আকতারুজ্জামানের ছেলে দারুল কারার (২৬) ও একই এলাকার ইকবাল ফকিরের ছেলে ইকরাম হোসেন (২৮)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দারুল কারার সিফাত ও ইকরাম হোসেন সোহেল মোটরসাইকেলে চেপে ভৈরবের দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গাবতলী এলাকা অতিক্রমের সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করেন।
১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার দুই তরুণকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের স্বজনেরা হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন।’
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, গাবতলী এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।