সিরাজগঞ্জ সদর উপজেলায় তেলবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল উড়ালসড়কের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত বাস ও লরির চালকসহ বাসের আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে টাঙ্গাইলগামী তেলবাহী ট্যাংকলরিটি আজ বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল উড়ালসড়কের পূর্ব পাশে পৌঁছালে হঠাৎ এর পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ঢাকার কল্যাণপুর থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী এনআরবি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্যাংকলরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন বাসের চালক, যাত্রী, ট্যাংকলরিটির চালকসহ অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর মহাসড়কের ঝাঐল উড়ালসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের উদ্ধারকারী যান গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি সরিয়ে ফেলে। প্রায় ৪৫ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) পুলক সরকার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আহত কারও মৃত্যু হয়নি। তবে বাসটির চালকের অবস্থা আশঙ্কাজনক।