সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নোয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হজনীখাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাবুল হোসেন (৫৫) পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের নিদেশগঞ্জ এলাকার বাসিন্দা। তবে তিনি থাকতেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের শ্বশুরবাড়িতে।

স্থানীয় লোকজনের ভাষ্য, বাবুল হোসেন নিজের উৎপাদিত সবজি ভ্যানগাড়িতে করে ছমির মুন্সির হাটসহ বিভিন্ন বাজারে বিক্রি করতেন। বৃহস্পতিবার সকালে তিনি সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে ভ্যানযোগে হজনীখাল এলাকায় সড়কের ইউটার্ন ঘুরে এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় ফেনী থেকে লক্ষ্মীপুর অভিমুখী একটি বাস ভ্যানসহ তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল মারা যান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বাসটিকে আটক করলেও চালক ও সহকারী দ্রুত পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁর লাশ বাড়িতে নিয়ে গেছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি। তা ছাড়া হাইওয়ের ঘটনাগুলো হাইওয়ে পুলিশ দেখভাল করে। তবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাটির বিষয়ে কিছু জানেন না। কেউ তাঁদের জানায়নি।