বরগুনা সদর উপজেলার পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে সাবেত হোসাইন (১৮) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন। সাবেত হোসাইন পরীরখাল এলাকার বাসিন্দা সগীর হোসেনের ছেলে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা প্রথম আলোকে বলেন, সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ে জাল ভোট প্রদানের দায়ে সাবেত হোসাইনকে দণ্ডবিধি ১৮৬০–এর ১৭১ (চ) ধারা অনুযায়ী ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে বরগুনায় ৩৩১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।’
আরও পড়ুন
কালকিনিতে ব্যালট পেপারে নৌকায় সিল, কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ছরোয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, তৃণমূল বিএনপির ইউনুস সোহাগ, বিএনএমের মো. মাসুদ কামাল, বাংলাদেশ তরীকত ফেডারেশনের শাহ আলম, ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম।