কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে শনিবার মানববন্ধন করেন স্থানীয় লোকজন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে শনিবার মানববন্ধন করেন স্থানীয় লোকজন

মিঠামইনে সড়কের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ, স্থানীয়দের বাধা

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় লোকজন। প্রতিবাদের মুখে ইট, সুরকি ও বালু সরিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল শনিবার উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল বিকেলে আতপাশা এলাকায় গিয়ে দেখা যায়, একদিকে স্থানীয় শতাধিক লোক নির্মাণাধীন সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করছিলেন। অন্যদিকে সড়কের কাজে নিয়োজিত শ্রমিকেরা ইট, সুরকি ও বালু সরিয়ে নিয়ে নৌকায় তুলে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনার পর আতপাশা এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিন ভূঞা আজ রোববার জেলা প্রশাসক বরাবর ও কিশোরগঞ্জ দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন।

জানা গেছে, ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এমআরআরআইডিপি) আওতায় মিঠামইনের ঢাকী আতপাশা বাজার থেকে আতপাশা গ্রামে দুই কিলোমিটার ৩৮০ মিটার সড়কের নির্মাণকাজ সপ্তাহখানেক আগে শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ কাজ পায় ঢাকার ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক নির্মাণের চুক্তিমূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। কাজটি আগামী বছরের ৬ জুলাই শেষ হওয়ার কথা।

আতপাশা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, নিম্নমানের ইট-সুরকি দিয়ে তড়িঘড়ি করে কাদাপানির মধ্যে সড়কটি নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারে নিষেধ করা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসীর জোরালো প্রতিবাদের মুখে এলজিইডির উপজেলা প্রকৌশলী এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

আল আমিন নামের আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, অনেকটা তড়িঘড়ি করে দায়সারাভাবে কোনোমতে কাজ শেষ করার পাঁয়তারা করা হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে ফুঁসে ওঠেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে কাজ তদারকির দায়িত্বে থাকা জাকির হোসেন নামের এক ব্যক্তি বলেন, সড়কের কাজ শুরুর পরই স্থানীয় লোকজন বাধা দেওয়ায় আর বৃষ্টির জন্য সড়কে পানি উঠে পড়ায় কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এলজিইডির মিঠামইনের উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় ব্যক্তিরা প্রতিবাদ করায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের সামগ্রী ইট, সুরকি, বালু অপসারণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে প্রকল্প এলাকায় পানি উঠে যাওয়ায় কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।