লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় যুবদলের হামলায় ছাত্রলীগ কর্মীসহ সাতজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, উপজেলা যুবদলের আহ্বায়ক জমির উদ্দিন মাস্টারের নেতৃত্বে এ হামলা করা হয়। এ সময় হামলাকারী ব্যক্তিরা একটি টংদোকানে আগুন লাগিয়ে দেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নোয়াখালীর সমাবেশ শেষে রামদয়াল বাজার এলাকায় আসেন। এরপর যুবদল ও ছাত্রদলের লোকজনের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হাতাহাতি ঘটে। এ সময় যুবদলের নেতা-কর্মীরা চর আলগী ইউনিয়নের ছাত্রলীগ কর্মী শাকিল, তাঁর বাবা আবদুর রব, ভাই মো. উজ্জ্বল, মো. ইয়াসিন, মো. হাসান ও বোন রাবেয়া বেগমকে পিটিয়ে আহত করেন। পরে যুবদলের নেতা-কর্মীরা শাকিলের বাড়িতে ঢুকে হামলা চালান।
তবে জমির উদ্দিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নোয়াখালীতে বিএনপির সমাবেশ শেষ করে ফেরার পথে ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে আমাদের ওপরে অতর্কিত হামলা করা হয়। এতে আমি নিজেও আহত হয়েছি।’ মামলা দিয়ে হয়রানি করার জন্য দোকানে আগুন দেওয়া হয় বলেও জানান তিনি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মারামারির পর একটি দোকানে আগুন দেওয়া হয়। তবে দোকানে মালামাল খুব একটা ছিল না। আজ শনিবার সকালে ছাত্রলীগ কর্মী শাকিলের পরিবার মামলা করার জন্য থানায় আসে। মামলার প্রস্তুতি চলছে।