বগুড়ার শেরপুরে নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (২৮) নামের এক রেস্তোরাঁমালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে শহিদুলকে তাঁর নিজ রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতেই ওই রেস্তোরাঁর এক নারী কর্মচারী (২২) শহিদুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শেরপুর থানায় মামলা করেন।
শহিদুল ইসলাম শেরপুর উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী ওই তরুণী বলেন, তাঁর বাবা নেই। পারিবারিক অসচ্ছলতার জন্য তিনি শহিদুলের রেস্তোরাঁয় চাকরি করতেন। এদিকে শহিদুল তাঁকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন বলে তিনি দাবি করেন। একপর্যায়ে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এসব ঘটনার পর তিনি বিয়ে করার জন্য বললে শহিদুল গর্ভপাত করার জন্য চাপ দিতে থাকেন। শহিদুলের প্রস্তাবে রাজি না হওয়ায় শহিদুল বিভিন্নভাবে তাঁকে হুমকিও দিয়েছেন। পরে তিনি বিচারের আশায় গতকাল রাতে শহিদুলের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তরুণীর শারীরিক পরীক্ষার জন্য আজ সকাল ১০টার দিকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার বলেন, ওই তরুণীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। ওই ব্যক্তি আত্মগোপনের চেষ্টা করলেও তিনি পুলিশি নজরদারিতে ধরা পড়ে যান।