কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একসঙ্গে প্রার্থী হয়েছেন মা শাহিদা আক্তার ও তাঁর মেয়ে খাদিজা বিনতে রোশন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার না করায় মা ও মেয়ে প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়ে গেছেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর স্ত্রী শাহিদা আক্তার ও তাঁর মেয়ে খাদিজা বিনতে রোশনের একসঙ্গে প্রার্থী হওয়া নিয়ে বেশ আলোচনা চলছে। এ বিষয়ে জানতে চাইলে রোশন আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী মাঠে মা ও মেয়ে দুজনই থাকবেন। মায়ের পাশাপাশি মেয়ে থাকবেন। মূলত মূল প্রার্থী আমার স্ত্রী শাহিদা।’
রোশন আলী আরও বলেন, ‘কোনো কারণে মা অসুস্থ হয়ে পড়লে মেয়ে প্রার্থী থাকবেন। এতে ভোটের ক্ষেত্রে কোনো ধরনের হেরফের বা প্রভাব পড়বে না। ১৫ মে থেকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের আওয়ামী লীগ–দলীয় সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমার স্ত্রীর পক্ষে প্রচারণায় নামবেন। দেবীদ্বারে আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে রাজপথে চারদলীয় জোট সরকারের আমলে মার খেয়েছি। মামলার আসামি হয়েছি। রাজনীতি করে সরকারি কোনো বরাদ্দ নিইনি। নিজে এমপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাইনি। তাই এবার স্ত্রীকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী করিয়েছি।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা আক্তার, তাঁর মেয়ে খাদিজা বিনতে রোশন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উত্তর জেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুত্ফুর রহমান বাবুল, এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে ভোটের মাঠে আছেন শাহিদা আক্তার, তাঁর মেয়ে খাদিজা ও মামুনুর রশিদ। নির্বাচনে শাহিদা ও মামুনুরের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় লোকজনের ধারণা। দুজনই আনারস প্রতীক চেয়েছেন। আজ সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে মামুনুর ও শাহিদাকে কেন্দ্র করে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। একপক্ষে আছেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর ভাই মামুনুর রশিদ। আরেক পক্ষে আছেন শাহিদার স্বামী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী, সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দেবীদ্বার পৌরসভার মেয়র।
জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা সবাই আমার সঙ্গে আছেন। সাধারণ ভোটাররাও আমাদের পক্ষে। ইনশা আল্লাহ জয়ী হব।’
শাহিদা আক্তার বলেন, ‘নির্বাচনে জয়ী হব। জেলা ও উপজেলা আওয়ামী লীগের সবাই আমার পক্ষে।’