রংপুর থেকে দিনাজপুর অভিমুখে বিএনপির বিভাগীয় রোডমার্চ শুরু দুপুরে, মিছিলে মুখর নগর

রোডমার্চের মঞ্চ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। শনিবার সকালে রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে
ছবি: মঈনুল ইসলাম

রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত বিএনপির বিভাগীয় তারুণ্যের রোডমার্চ কর্মসূচি আজ শনিবার। দুপুর ১২টায় রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে রোডমার্চ শুরু হবে। বিএনপি ও এর সহযোগী সংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে এই রোডমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোডমার্চ শুরুর আগে আজ সকাল আটটা থেকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মিনিবাস, মোটরসাইকেলে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন রংপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশ এলাকা। সকাল ১০টার দিকে রোডমার্চের মঞ্চ থেকে দেশাত্মবোধক গান ও লোকসংগীত পরিবেশিত হয়।

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, রোডমার্চ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোডমার্চ শুরুর আগে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন। সঞ্চালনা করবেন জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, রোডমার্চ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ।

নেতা–কর্মীরা শোভাযাত্রা নিয়ে রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে জড়ো হচ্ছেন।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মসূচি উদ্বোধনের পর বাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেলের বহর নিয়ে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশে রোডমার্চ শুরু হবে। নগরের শাপলা চত্বর থেকে শুরু হয়ে বাস টার্মিনাল হয়ে মেডিকেল মোড়ে যাবে রোডমার্চ। সেখান থেকে মহাসড়ক ধরে গিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি পথসভা অনুষ্ঠিত হবে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার গাড়িবহর যুক্ত হবে। এরপর গাড়িবহর দিনাজপুরের দশ মাইল হয়ে সরাসরি দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।