বিএনএমের প্রার্থী হওয়ায় কৃষক লীগ নেতাকে বহিষ্কার

বিএনএমের লোগো
বিএনএমের লোগো

বাংলাদেশ কৃষক লীগ বাগেরহাট জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল ইসলামকে (রাজু) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃষক লীগের পদে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন মো. রেজাউল ইসলাম। বাগেরহাট-৪ আসন থেকে বিএনএমের প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন কৃষক লীগ নেতা রেজাউল ইসলাম।

বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান (সোহাগ)। স্থানীয়ভাবে প্রচার আছে, কৃষক লীগ নেতা রেজাউল মূলত আওয়ামী লীগের প্রার্থীর ‘ডামি প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য রেজাউল ইসলামকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম বলেন, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গেও কথা হয়েছে। তাঁকে বহিষ্কারের বিষয়টি অবহিত করে কেন্দ্রে লিখিতভাবে জানানো হবে।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেজাউল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় গাড়িতে যাচ্ছি। গাড়ি থেকে নেমে আপনার সঙ্গে কথা বলি।’

বিএনএমসহ নবগঠিত কয়েকটি দল সরকারের সহযোগিতায় গঠিত বলে প্রথম থেকে অভিযোগ রয়েছে। এই দলগুলোর মাধ্যমে প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিএনপিসহ বিরোধী দলগুলোর।