ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর মাটি খুঁড়ে মো. কামাল মৃধা (৪৬) নামের এক ব্যক্তির অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের পেঁয়াজের একটি জমি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কামাল মৃধা উপজেলার ভোজেরডাঙ্গী গ্রামের প্রয়াত বিল্লাল মৃধার ছেলে। তিনি তিনটি বিয়ে করেছিলেন। তবে বর্তমানে কোনো স্ত্রীর সঙ্গে সংসার করেন না। তিনি এক ছেলের বাবা।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে কামাল নিজ বাড়ি থেকে চা পানের জন্য মহিলা রোড বাজারের উদ্দেশে বের হন। রাত ১০টার মধ্যেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। তাঁকে না পেয়ে গতকাল কামালের ভাই জামাল মৃধা নগরকান্দা থানায় নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের পর নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ভোজেরডাঙ্গী গ্রামের একটি পুকুরপাড়ে রক্ত দেখতে পেয়ে রক্তের উৎস খোঁজার জন্য পুকুর থেকে ৩০০ গজ দূরে একটি পেঁয়াজের জমিতে নতুন মাটি দেখতে পান পুলিশ সদস্যরা। সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তায় কোদাল দিয়ে মাটি খোঁড়া হয়। এতে বেরিয়ে আসে কামাল মৃধার গলাকাটা লাশ।
রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াসউদ্দিন শেখ বলেন, কামাল এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নন।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, গত ৩০ ডিসেম্বর রাতের যেকোনো সময় অজ্ঞতানামা দুষ্কৃতকারীরা কামালকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য মাটি চাপা দিয়ে রাখে।
ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান বলেন, কামালের লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, হত্যার পেছনের কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। যে বা যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।