ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে। আবু আসিফের স্ত্রী মেহেরুননিছা মেহরীনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আবু আসিফের নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর স্ত্রী মেহেরুননিছা মেহরীন। এরপর থেকে পুলিশ তাঁর খোঁজ করছিল। আজ দুপুরে পুলিশ মেহেরুননিছার সঙ্গে কথা বলে। তিনি পুলিশকে জানিয়েছেন, আসিফ রাজধানীর বসুন্ধরা এলাকায় তাঁদের বাসায় আছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হয়েছেন। সন্ধ্যার মধ্যে পৌঁছাবেন। তিনি এলে তাঁর নিখোঁজের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে কথা বলতে আবু আসিফ ও তাঁর স্ত্রী মেহেরুননিছা মেহরীনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাঁরা ধরেননি।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী বিএনপির দলছুট নেতা আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।
এর আগে গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার পর থেকে আবু আসিফের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মুঠোফোন বাসায় চার্জারে রেখে বের হন তিনি। এর পর থেকে তাঁর সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিলেন না। নিখোঁজের ৯২ ঘণ্টা পর তাঁর সন্ধানে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কাছে লিখিত আবেদন করেছিলেন তাঁর স্ত্রী মেহেরুননিছা।
তখন মেহেরুননিছা প্রথম আলোকে বলেছিলেন, ‘আমার স্বামী চার দিন ধরে নিখোঁজ। আমি অসুস্থ হয়ে পড়ছি। কোনো কিছু ভেবে উঠতে পারছি না। কী করব, কীভাবে করব, বুঝতে পারছি না। স্বামী ফিরে আসবে—এ অপেক্ষা করছি।’
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ১৩২টি কেন্দ্রের ফলাফলে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট উকিল আবদুস সাত্তার ভূঁইয়া (কলার ছড়ি)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। অন্যদিকে আবু আসিফ আহমেদ পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট। এ আসনে ভোট পড়েছে ১৬ দশমিক ১০ শতাংশ।