ময়মনসিংহ-৭ আসনে আচরণবিধি লঙ্ঘন করায় তিন প্রার্থীকে তলব

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নির্বানী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বর্তমান সংসদ সদস্যসহ তিন প্রার্থীকে তলব করা হয়েছে। নির্বাচনী এলাকা-১৫২ (ময়মনসিংহ-৭, ত্রিশাল) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক জ্যেষ্ঠ সহকারী জজ নাহিদ সুলতানা তাঁদের সশরীর হাজির হয়ে কারণ দর্শাতে বলেছেন।

আজ শুক্রবার বিকেলে এ বিষয়ে লিখিত চিঠি দেওয়া হয় ওই তিন প্রার্থীকে। তাঁদেরকে আগামী বৃহস্পতিবার জ্যেষ্ঠ সহকারী জজ নাহিদ সুলতানার কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করা এই তিন প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানী, স্বতন্ত্র প্রার্থী ত্রিশাল পৌরসভার পদত্যাগ করা মেয়র এ বি এম আনিছুজ্জামন এবং স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল হক।

জ্যেষ্ঠ সহকারী জজ নাহিদা সুলতানা জানান, গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় ওই তিন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেন। তাঁরা বিপুলসংখ্যক লোকজন নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া যানজটের কারণে ভোগান্তির সৃষ্টি হয়। পাশাপাশি এ বি এম আনিছুজ্জামান তাঁর বক্তৃতায় অনুদান প্রদানের আশ্বাস দেন।