জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বন্যার পানিতে তীব্র স্রোত বয়ে যাচ্ছে। ইসলামপুর উপজেলার ডুবে থাকা আমতলী-ঢেংগারগড় সড়ক এটি। সোমবার সকালে তোলা
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার কামরাবাদ ও সাতপোয়া ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটি হলো সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৮)। মারা যাওয়া অপর ব্যক্তি হলেন কামরাবাদ ইউনিয়নের কামরাবাদ গ্রামের মৃত জমশের আলীর ছেলে শাহা আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে বাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যান শাহা আলী। এ সময় বন্যার পানির স্রোতে নদীতে নিখোঁজ হন তিনি। কয়েক ঘণ্টা পর তাঁর লাশ নদীতে ভেসে ওঠে। পরিবারের লোকজন তাঁর লাশ উদ্ধার করেন। অপরদিকে সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু ইয়াসিন। স্থানীয় লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সুরতহাল প্রতিবেদন করেছে।