চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

ছাত্র ইউনিয়নের চুয়েট শাখার সব নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্র ইউনিয়নের ১৫ সদস্যের কমিটির সব নেতা পদত্যাগ করেছেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে পদত্যাগ করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা। আজ বুধবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের ফেসবুক পেজে সব নেতার পদত্যাগপত্র পোস্ট করা হয়েছে।

পদত্যাগপত্রে বলা হয়, ছাত্ররাজনীতি নিষিদ্ধে চুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের সব নেতার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদকে বিলুপ্ত ঘোষণা করা হলো। পাশাপাশি পদত্যাগ করা শিক্ষার্থীরা গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আশা ব্যক্ত করেছেন, যেন ছাত্রদের অধিকার ও মতপ্রকাশের একটি অরাজনৈতিক মাধ্যম অক্ষুণ্ন থাকে।

পদত্যাগ করা নেতারা হলেন ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের সভাপতি দেবায়ন মুখার্জি, সহসভাপতি মুনতাসির বিন সেলিম, সাধারণ সম্পাদক তাশাক, কোষাধ্যক্ষ মাহিম জামান, সাংগঠনিক সম্পাদক মো. নাফিজ শাহরিয়ার, দপ্তর সম্পাদক তারিক বিন খালিদ, সংস্কৃতি সম্পাদক তন্ময় কুমার এষ, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাশেরুন মাহিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারদিন কাইছার ও প্রচার সম্পাদক কৌশিক বৈদ্য কাব্য। এ ছাড়া সাধারণ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন শাহাদাত সাকিব, রাফিদ আল হাসিব, চিরঞ্জিত দাশ, আসিফ ইকবাল ও অমিত দেবনাথ।

পদত্যাগের বিষয়ে জানতে প্রথম আলোর সঙ্গে কথা হয় ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকের সঙ্গে। তাঁরা সবাই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সভাপতির পদ থেকে পদত্যাগ করা চুয়েট ছাত্র ইউনিয়নের নেতা দেবায়ন মুখার্জি প্রথম আলোকে বলেন, ‘চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ছাত্ররাজনীতি চান না। তাঁদের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা চাই, ছাত্রদের অধিকার আদায় ও মতপ্রকাশের জন্য চুয়েটে ছাত্র সংসদ চালু করা হোক।’

সাধারণ সম্পাদক তাশাক বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিল। চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পক্ষে চুয়েট ছাত্র ইউনিয়ন প্রথম থেকেই অগ্রসর ভূমিকা পালন করেছে। এ ক্ষেত্রে সংসদের নেতারা ক্যাম্পাসে প্রথম গ্রাফিতি অঙ্কন ও আন্দোলনে অংশগ্রহণ করেন।

তাশাক আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে অবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠন করার আহ্বান জানাই।’

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে দপ্তর সম্পাদক তারিক বিন খালিদ প্রথম আলোকে বলেন, ‘চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি চাচ্ছেন না। এর পরিপ্রেক্ষিতে আমাদের সবার সর্বসম্মতিক্রমে পদত্যাগের ঘোষণাটি এসেছে।’

গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের ২৮তম কাউন্সিলের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।