চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপু মনি গতকাল বৃহস্পতিবার রাতে শেষ নির্বাচনী প্রচার সভা করেছেন। রাত আটটার দিকে চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে এই সভা থেকে নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার জন্য অনেকে রাস্তায় নেমেছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
সভায় দীপু মনি বলেন, ‘বস্তায় বস্তায় টাকা নিয়ে ভোট কেনার জন্য অনেক প্রার্থী রাস্তায় নেমেছেন। কিন্তু আমি কোনো ভোট কিনব না, কিনিও নাই। ভোট আপনাদের, কোনো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না। আমিও করব না। টাকার বিনিময়ে আপনারা দয়া করে কোনো ভোট দেবেন না।’
ভোটারদের উদ্দেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘গত ১৫ বছর আপনারা আমাকে স্নেহ, ভালোবাসায় আবদ্ধ করে রেখেছেন। আমি আশা করি, ৭ জানুয়ারি আপনারা দলে দলে নৌকা মার্কায় ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান, বোনকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।’
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি সভায় কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. জিল্লুর রহমান।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী ও মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইউসুফ গাজী, সহসভাপতি জে আর ওয়াদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, মোহাম্মদ আলী মাঝি, জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস প্রমুখ।
দীপু মনির পাশাপাশি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল), জাতীয় পার্টির মহসীন খান (লাঙ্গল), জাকের পার্টির কাওছার মোল্লা (গোলাপ ফুল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), তরিকত ফেডারেশনের মিজানুর রহমান (ফুলের মালা) ও স্বতন্ত্র রেদওয়ান খান (ট্রাক)।