শিবচরে একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারলেন এলাকাবাসী

মাদারীপুর জেলার মানচিত্র
মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরের শিবচরে একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছেন এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী কাইমুদ্দিন শিকদারেরকান্দী এলাকায় ফজলু মালের ধানখেতে সাপটি দেখার পর পিটিয়ে মারার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের হাজী কাইমুদ্দিন শিকদারেরকান্দী এলাকার কৃষক ফজলু মাল প্রতিদিনের মতো সকালে তাঁর ধানখেতে কাজে যান। সকাল সাড়ে ১০টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে ফজলু তাঁর জমি থেকে ওঠার সময় খেতের আলে একটি সাপ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডাক দিলে সবাই গিয়ে বিষধর সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে মেরে ফেলা সাপটির ছবি দেখে অনেকে সেটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন। মাদারীপুর জেলা বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাপটি রাসেলস ভাইপার বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর ফজলুর ফসলি জমিসহ আশপাশের জমিতে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দল বেঁধে সাপ মারতে লাঠি নিয়ে জমিতে অভিযান চালাতেও দেখা গেছে।

কৃষক ফজলু মাল বলেন, ‘মানুষের উপস্থিতি টের পেলে যেকোনো সাপ সরে যায়। তবে আজ দেখলাম, এই বিষধর সাপ তেড়ে আসে। পরে গ্রামবাসীর সহযোগিতায় সাপটিকে পিটিয়ে মারা হয়েছে।’

রিপন শিকদার নামের আরেকজন কৃষক বলেন, ‘আমাদের গ্রামের এর আগেও এ রকম সাপ অনেকেই দেখেছে। পাহাড়ি সাপ ভেবে বিষয়টি নিয়ে তেমন ভয় পায়নি কেউ। তবে আজকে সাপটা মারার পর ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, এটি বিষধর রাসেলস ভাইপার সাপ। সাপটি লম্বায় কমপক্ষে পাঁচ ফুট হবে। ধারণা করা হচ্ছে, পাশের আড়িয়াল খাঁ নদ থেকে সাপটি জমিতে ঢুকে পড়েছে। এই গ্রামে আরও এই ধরনের সাপ থাকতে পারে, তাই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

বিষধর রাসেলস ভাইপার দেখে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক অখিল সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুম এলে বিষধর সাপের উপদ্রব বাড়ে। তবে কয়েক বছর ধরে রাসেলস ভাইপার নামের এই বিষধর সাপ সবচেয়ে বেশি ভয়ানক। কারণ, এই সাপের কামড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবে আতঙ্কিত না হয়ে এই সাপ বা যেকোনো বিষধর সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব কাছের হাসপাতালে চলে আসুন। সাপে কাটার ভ্যাকসিন বা অ্যান্টিভেনম নিলেই আক্রান্ত রোগী সুস্থ হয়ে যাবে।’

মাদারীপুর জেলা বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, রাসেলস ভাইপার সাপটি বিষধর হলেও এটি বন্য প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। একটি গুজব রয়েছে, এই সাপ কাটলে নিশ্চিত মৃত্যু। এটি আসলে ঠিক কথা নয়। সাপটি বিষধর, তাই কাটা স্থানে কাপড় বা দড়ি দিয়ে বেঁধে দ্রুত হাসপাতালে যেতে হবে। হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা হয়, রোগী সুস্থ হয়ে ওঠেন।