বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. কালাম। তিনি বরিশাল-স্বরূপকাঠি রুটে চলাচলকারী এস আর পরিবহনের বাসের চালক ছিলেন। কালাম বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি এলাকার বাসিন্দা। এদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস মহাসড়কের কাশিপুর এলাকায় পৌঁছায়। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরের স্বরূপকাঠিগামী এসআর পরিবহনের একটি বাসের সঙ্গে ইসলাম পরিবহনের ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এসআর পরিবহনের চালক কালামের মৃত্যু হয়।
খবর পেয়ে বরিশাল বিমানবন্দর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করেন এবং আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর পুরো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক হয়।
বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে।’