পাবনার ঈশ্বরদীতে গত রোববার সন্ধ্যায় রেলগেট এলাকায় রেললাইনে আগুন, পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করেছেন।
মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রেলগেট এলাকায় বিএনপি নেতা-কর্মীরা নাশকতা করার চেষ্টা করেন। তাঁরা রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল সেখানে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়। এজাহারে বিষয়গুলো উল্লেখ করেই মামলাটি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
স্থানীয় লোকজন বলেন, রোববার সন্ধ্যা ৭ টার দিকে দুই থেকে আড়াই শ যুবক লাঠিসোঁটা নিয়ে রেলগেট এলাকায় হাজির হন। তাঁরা সেখানে কাগজ ও টায়ারে আগুন লাগিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল সেখানে হাজির হয়। পুলিশের গাড়িটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই গাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া, দুবার গুলির শব্দও পাওয়া যায়। এর মধ্যে একটি ককটেল পুলিশের গাড়িতে লেগে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ পাল্টা ধাওয়া দিলে উপস্থিত যুবকেরা ছত্রভঙ্গ হয়ে যায়।