নবগঙ্গা নদীতে নির্মিত সেতুর একাংশ ধসে পড়েছে। এতে খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ শনিবার সকালে মাগুরা শহরের নবগঙ্গা সেতু এলাকায়
নবগঙ্গা নদীতে নির্মিত সেতুর একাংশ ধসে পড়েছে। এতে খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ শনিবার সকালে মাগুরা শহরের নবগঙ্গা সেতু এলাকায়

মাগুরায় সেতুর একাংশ ধসে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত

মাগুরা শহরের নবগঙ্গা নদীর ওপর নির্মিত একটি পুরোনো সেতুর অংশ আজ শনিবার সকালে ধসে পড়েছে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সেখানে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান আজ সকালে প্রথম আলোকে বলেন, ভোরের দিকে বৃষ্টিতে পুরোনো ওই সেতুর উইং ওয়ালের একটি অংশ ধসে পড়ে। এরপর দুর্ঘটনা এড়াতে ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে যান চলাচল এক লাইনে সীমিত করা হয়েছে। উইং ওয়ালের ওই অংশ জিও ব্যাগ দিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাউবো সূত্র জানিয়েছে, ১৯৫৬ সালে নবগঙ্গা নদীর ওপর সেতুটি নির্মিত হয়। এর পাশেই একটি স্লুইসগেট আছে। সেটি সরকারের কেপিআই প্রতিষ্ঠান।

সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, এই সেতু অকেজো হয়ে পড়লে পুরো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যাবে। এ ছাড়া এখনই যানজট শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেতুর ওই অংশ ধসে পড়ার পর সেখানে থাকা বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মাগুরা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ‘সকালে খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থল থেকে একটু দূরে নতুন একটি পোল পুঁতে লাইন প্রতিস্থাপনের কাজ শুরু করেছি।’