পাবনা জেলা শহরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের জেলা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা বাস টার্মিনাল সংলগ্ন মাসুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাতের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে শনিবার রাতে সংঘর্ষ হয়। এ সময় কয়েকবার গুলির শব্দ পাওয়া যায়। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে, কারা গুলি চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পরিবেশ শান্ত আছে।
এ নিয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘যত দুর শুনেছি আরাফাতের সমর্থকেরা মেহেদীর সমর্থকদের ওপর হামলা করেছে। তাদের মধ্যে আগে থেকেই ঝামেলা চলছিল। আমরা বারবার সমাধান করে দিলেও, কয়েক দিন পর আবারও তারা ঝামেলায় জড়িয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
তবে এ বিষয়ে জানতে সংঘর্ষে জড়ানো দুই ছাত্রলীগ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের পাওয়া যায়নি। দুজনেরই মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।