ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে রাশেদ মজমাদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই পদে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমান। গতকাল রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।
স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, সাবেক সভাপতি রাশেদ মজমাদার তাঁর ফেসবুক আইডিতে দল নিয়ে একটি মন্তব্য করেন। এ নিয়ে আলোচনা-সমালোচনার একপর্যায়ে দল তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।
রাশেদ মজমাদার দাবি করেছেন, ফেসবুকে পোস্ট ও আওয়ামী লীগের হয়ে গত নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ এনে তাঁকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেটি যথাযথ হয়নি। সেটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছেন। তিনি আরও দাবি করেন, দলের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যে আরও কয়েকজন পদত্যাগ করেছেন, আরও করবেন।