উপজেলা নির্বাচন

কুমিল্লা আদর্শ সদরে আবার বিনা ভোটে জিততে চলেছেন সব প্রার্থী

বাঁ থেকে মো. আমিনুল ইসলাম, আহমেদ নিয়াজ পাবেল ও হোসনেয়ারা বকুল
ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিন পদে তিনজন ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। ২৩ এপ্রিল বাছাইয়ে তাঁদের প্রার্থিতা বৈধ হলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

ওই তিন প্রার্থী হলেন চেয়ারম্যান পদে আদর্শ সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম (টুটুল), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল।

প্রার্থীদের মধ্যে আমিনুল ও হোসনেয়ারা ২০১৯ সালের ১৮ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। আর আহমেদ নিয়াজ এবার প্রথমবারের মতো নির্বাচন করছেন। তাঁরা সবাই কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীনের অনুসারী। তিন প্রার্থীই আদর্শ সদর উপজেলার পশ্চিম এলাকার বাসিন্দা। অনলাইনে তাঁদের মনোনয়নপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া।

দলীয় সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সভায় আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করা হয়। এতে কণ্ঠভোটে চেয়ারম্যান পদে মো. আমিনুল ইসলামকে, ভাইস চেয়ারম্যান পদে আহমেদ নিয়াজ পাবেলকে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনেয়ারা বকুলকে বাছাই করা হয়। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাঁরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া কেউ প্রার্থী হননি। সেই হিসেবে ২৩ এপ্রিল বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তাঁদের বিজয়ী ঘোষণা করা হবে।

রিটার্নিং কর্মকর্তা পংকজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, তিন পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ের পর বৈধ হলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।