নাটোরের নলডাঙ্গায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার। শনিবার বিকেলে উপজেলার মাধনগর কলেজ মাঠে
নাটোরের নলডাঙ্গায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার। শনিবার বিকেলে উপজেলার মাধনগর কলেজ মাঠে

দেশে অরাজকতা করতে পলাতক নেতা-কর্মীদের উসকে দিচ্ছেন শেখ হাসিনা: রুহুল কুদ্দুস

দেশে অরাজকতা তৈরি করতে ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের উসকে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)।

শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাধনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী সরদার।

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, কোনো স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও আগামী ৪০ বছরে বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তাঁর দলের পলাতক নেতা-কর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উসকে দিচ্ছেন। শেখ হাসিনার উসকানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে এ দেশের মানুষ ছেড়ে দেবে না। শেখ হাসিনা উসকে দিয়ে পাশের দেশে নিরাপদে থাকলেও তাঁর কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রুহুল কুদ্দুস বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এরপরও আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব, আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জনগণের দুঃখ-দুর্দশার সময়ে বর্তমান সরকার যদি তাঁদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন। সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে।