মানিকগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, চার তরুণ গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় মামলা করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজন হলেন উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান (২৭), সজীব মিয়া (২২), মোহাম্মদ রুবেল মিয়া (২৫) এবং মোহাম্মদ বিজয় মিয়া (২২)। তাঁদের মধ্যে সজীব মিয়া সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শিবালয় থানা-পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। গত রোববার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্থানীয় ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর পূর্বপরিচিত এক বন্ধুর সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে স্কুলছাত্রী ও তাঁর বন্ধু ফলসাটিয়া এলাকায় একটি বাড়িতে যায়। সেখানে একটি ঘরে বসে কথা বলছিল স্কুলছাত্রী ও তার বন্ধু। দুপুর সাড়ে ১২টার দিকে ওই চারজন ঘরে ঢুকে স্কুলছাত্রীর বন্ধুকে ঘর থেকে বের করে দেন। পরে তারা চারজন স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানাতে হুমকি–ধমকি দিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে স্কুলছাত্রীকে ওই বাড়ি থেকে বের করে দেন আসামিরা।

পরবর্তী সময়ে মেয়েটি তার মা-বাবাকে বিষয়টি জানায়। গতকাল রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ওই চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিরা পুলিশি হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রাথমিক চিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি শাহ নূর এ আলম। তিনি বলেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।