কক্সবাজার শহরের সার্কিট হাউসের সন্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ বিকেলে
কক্সবাজার শহরের সার্কিট হাউসের সন্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ বিকেলে

কক্সবাজারে ধর্ম উপদেষ্টা

ভেঙে পড়া নির্বাচনব্যবস্থারও সংস্কার প্রয়োজন

রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন দেবেন বলেন মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ভেঙে পড়া নির্বাচনব্যবস্থারও সংস্কার প্রয়োজন। দেশ সংস্কারের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কাজ শেষ হলে কাউকে বলতে হবে না; নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব।’

আজ শুক্রবার বিকেলে কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

দুই দিনের সফরে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আজ সকালে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর নবনির্মিত কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন এবং বেলা তিনটায় শহরের কক্সবাজার বায়তুশ শরফ স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এরপর কক্সবাজার প্রেসক্লাবে ও সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘একটি সরকারের পতন হয়েছে। সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ। সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়ই থেকে যাবে। তাই সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে।’

উপদেষ্টাদের ক্ষমতাপ্রীতির প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘অনেক নেতা প্রকাশ্যে বলছেন, “উপদেষ্টাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে। তারা ক্ষমতা ছাড়তে চাইবে না।” এটা তাঁদের ভুল ধারণা। আমাদের কোনো ধরনের ক্ষমতাপ্রীতি বা লোভ নেই। আমরা এসেছি অস্থায়ীভাবে; দেশ সংস্কারের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

জাহাজে করে পবিত্র হজযাত্রা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ বিষয়ে সৌদি আরবসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। তবে তা সময়সাপেক্ষ। ২০২৬ সালে পাঠানোর জন্য ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।’

কক্সবাজার প্রেসক্লাবের মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সর্বশেষ হিসাবমতে, ৭৫২ জন শহীদ হয়েছেন। যদিও শহীদের হিসাব এক হাজারের বেশি হবে। তাঁদের পরিচয় শনাক্ত করা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ভোটার হালনাগাদ কাজ করবে সরকার, যাতে মানুষ ভোট দিতে পারেন। তারপরই আমরা নির্বাচন দেব, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে।’

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাশদিদ উর রেজা প্রমুখ।

সন্ধ্যায় রামুর চাকমারকুল বড় মাদ্রাসা পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। তিনি কাল শনিবার চকরিয়া-পেকুয়া উপজেলার একাধিক কর্মসূচিতে যোগ দেবেন।