মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ১৫ ঘণ্টা পর ভেসে উঠল বাবার লাশ

পটুয়াখালী জেলার মানচিত্র
পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালী দশমিনা উপজেলায় সাত বছরের শিশুকন্যা ইলমাকে বাঁচাতে আলীপুর নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাবা ইমতিয়াজ আহমেদ (৪০)। ১৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর নদীতে ভাসমান অবস্থায় আজ রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামে আলীপুর নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ইমতিয়াজ।

দশমিনা ফায়ার সার্ভিসের লিডার তাহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ (রোববার) সকাল ৯টার দিকে নিখোঁজ ইমতিয়াজের লাশ আলীপুর নদীতে ভেসে ওঠে। এরপর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার শিশু ইলমাকে নিয়ে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখলী গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে আাসেন তার বাবা ইমতিয়াজ ও মা ফারাহানা মুন্নী।

গতকাল শনিবার বিকেলে মেয়েকে নিয়ে তাঁরা আলীপুর নদীর পাড়ে যান। এ সময় অসাবধানতাবশত ইলমা নদীতে পড়ে গেলে মেয়েকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন ইমতিয়াজ ও ফারহানা। পাড়ে থাকা লোকজন তাঁদের উদ্ধারে নদীতে নেমে মা ও মেয়েকে উদ্ধার করতে পারলেও ইমতিয়াজ নদীর স্রোতে তলিয়ে যান।

এরপর স্থানীয় লোকজন দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে মুঠোফোনে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে। শনিবার রাত ১২টা পর্যন্ত নিখোঁজ ইমতিয়াজকে না পেয়ে উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়।