মৃত্যু
মৃত্যু

আদমদীঘিতে পিকনিক আয়োজন নিয়ে বিতণ্ডা, কৃষক দল নেতার মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলায় পিকনিক আয়োজন নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার জের ধরে প্রতিপক্ষের ‘হামলায় অসুস্থ’ হয়ে আজিজার রহমান (৫৬) নামের এক কৃষক দল নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আজিজার উপজেলার চাঁপাপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি একই ইউপির সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে কয়াকঞ্চি গ্রামে রাস্তার পাশে গ্রামের প্রায় ৩০ জন কিশোর ও তরুণ মিলে পিকনিকের আয়োজন করেন। এ সময় ইউপির সাবেক সদস্য আজিজার রহমানসহ বেশ কয়েকজন আয়োজকদের পিকনিক আয়োজনে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রান্না করা খাবার মাটিতে ফেলে দেন আজিজার রহমানের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আজিজার রহমান অসুস্থ হলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেন। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ আজিজার রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আজিজার রহমানের ছেলে নাইম হোসেনে অভিযোগ করেন, তাঁর বাবা প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।

পিকনিকের আয়োজকদের একজন মেজবাহুল বলেন, পিকনিকের আয়োজকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় আজিজার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মারপিট করা হয়নি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, পিকনিক আয়োজনে বাধা এবং খাবার ফেলে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডায় আজিজার রহমান অসুস্থ হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।