উদ্ধার করা সুন্ধি কচ্ছপ। গতকাল রাতে তোলা
উদ্ধার করা সুন্ধি কচ্ছপ। গতকাল রাতে তোলা

পটুয়াখালীতে আড়ত থেকে বিপন্ন প্রজাতির ৪ সুন্ধি কচ্ছপ উদ্ধার

পটুয়াখালীতে মাছের আড়ত থেকে বিপন্ন প্রজাতির চারটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে। প্রাণীটি কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় মো. সোহেল হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাতে পটুয়াখালী পৌর শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর। তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন–২০১২ অনুযায়ী, বন্য প্রাণী কচ্ছপ আটক ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। দীর্ঘদিন ধরে কচ্ছপ ক্রয়-বিক্রয়ের অভিযোগ ছিল ওই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে।
বাংলাদেশ বন্য প্রাণী আইনে বিপন্ন প্রাণীর তালিকায় থাকা এ কচ্ছপগুলো ধরা ও বিক্রি নিষিদ্ধ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় মেসার্স নাবিলা ফিশ আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা চারটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বিরল প্রজাতির এসব কচ্ছপ লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান স্থানীয় বন্য প্রাণী কল্যাণ সংগঠন ‘অ্যানিমেল লাভার অব পটুয়াখালী’র সদস্য আসাদুল্লাহ হাসান মুছা।