কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকের কাছে দ্বিগুণ দামে বীজ আলু বিক্রির প্রতিবাদে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় বিক্ষোভকারীরা কারসাজিতে জড়িত একটি কোম্পানির অসাধু বীজ পরিবেশকদের শাস্তি ও নির্ধারিত মূল্যে প্রান্তিক কৃষকের কাছে সরাসরি বীজ বিক্রির দাবি জানান।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নয়মাইল বাজার এলাকায় কৃষকেরা এ বিক্ষোভ করেন। এ সময় জামালপুর থেকে আড়িয়াবাজার পর্যন্ত মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার অংশজুড়ে যানজট তৈরি হয়। আটকে পড়ে কয়েক শ দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পরে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝিয়ে শান্ত করলে কৃষকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে নয়মাইল বাজারে সমাবেশ করেন।
‘আলুচাষি কৃষক’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ফারুক হোসেন, মোহসীন আলী, সামিম আহমেদ, আনোয়ার, আবুল কালাম, হাবিবুর, ইব্রাহিম,শাহাদত হোসেনসহ আরও কয়েকজন কৃষক বক্তব্য দেন। কৃষক ফারুক হোসেন বলেন, তিনি ছয় বিঘা জমিতে আলু চাষের প্রস্তুতি নিয়েছেন। কিন্তু বাজারে ধরনা দিয়েও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আলু বীজ সংগ্রহ করতে পারেননি। এতে তাঁর দিশাহারা অবস্থা। একটি কোম্পানির পরিবেশকেরা বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করে এক বস্তায় তিন হাজার টাকা পর্যন্ত মুনাফা করছেন।
আবদুল হামিদ বলেন, কোম্পানি নির্ধারিত দামে কৃষকের কাছে সরাসরি আলু বীজ বিক্রি করতে হবে। তা না হলে যেকোনো পরিস্থিতির জন্য কোম্পানি ও পরিবেশকদের এ দায় নিতে হবে। আরেক আলুচাষি শামিম হোসেন বলেন, অসাধু ব্যবসায়ীরা কৃষকের বীজ আলু নিয়ে অশুভ খেলায় মেতেছেন। তাঁরা কৃষকদের নানাভাবে হয়রানি করছেন।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র আচার্য বলেন, দ্বিগুণ দামে আলু বীজ বিক্রির অভিযোগ এনে কৃষকেরা আধঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সেখানে গিয়ে কৃষকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।