মাগুরায় সাকিবের ঈদের নামাজ, নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে হাসি

মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকাল আটটায়
ছবি: প্রথম আলো

মাগুরায় বাবার সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার সকাল আটটায় মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন তিনি।

নোমানী ময়দানে জামাতের প্রথম সারিতে নামাজ আদায় করেন সাকিব আল হাসান। এ সময় তাঁর পাশে ছিলেন বাবা খন্দকার মাশরুর রেজা। একই স্থানে নামাজ আদায় করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ স্থানীয় লোকজন।

নামাজ শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাকিব। এ সময় ভক্তরা তাঁকে ঘিরে ছবি তুলতে থাকেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব।

মাগুরায় বাবার সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সাকিব

সাংবাদিকদের মাধ্যমে সারা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আশা করি, দেশ ও দেশের বাইরে যে যেখানেই আছেন, তাঁদের ঈদটা সুন্দর কাটবে। আনন্দে কাটবে। পরিবারের সঙ্গে কাটবে। আশা করি, আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সব সময় থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’

ঈদের নামাজ আদায় শেষে ভক্তরা সাকিবকে ঘিরে ছবি তুলতে থাকেন

এ সময় স্থানীয় এক সাংবাদিক আসন্ন নির্বাচন নিয়ে সাকিবকে একটি প্রশ্ন করেন। উত্তরে সাকিব কিছু বলেননি, হেসে মুখ ঘুরিয়ে চলে যান।

গত পবিত্র ঈদুল ফিতরেও মাগুরায় পরিবারের সঙ্গে কাটিয়েছেন সাকিব। শুভেচ্ছা বিনিময়ের সময় ভক্তদের তিনি বলেন, তাঁর সব সময় মাগুরায় পরিবারের সঙ্গে ঈদ করতে ভালো লাগে। ঈদ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মাগুরায় এসেছেন সাকিব।

নামাজ শেষে স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাকিব