সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। রোববার দুপুরে রংপুর নগরের সাতমাথা এলাকায়
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। রোববার দুপুরে রংপুর নগরের সাতমাথা এলাকায়

ছাত্র-জনতা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতিতে যুক্ত হতে দেবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিযোগিতা করতে বাধা না থাকলেও ছাত্র-জনতা এবং দেশের আপামর মানুষ ফ্যাসিবাদী ও গণহত্যাকারী দলটিকে দেশের রাজনীতিতে আর কোনোভাবে যুক্ত হতে দেবে না। আজ রোববার দুপুরে রংপুর নগরের সাতমাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে শহীদ রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলার আটটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন আখতার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগ। সেই পাপমোচনের জন্য এখন পর্যন্ত কোনো উপায় অবলম্বন করেনি। আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের সহযোদ্ধাদের খুনের হুমকি দিয়ে বেড়াচ্ছে।’

নতুন রাজনৈতিক দল ঘোষণা নিয়ে আখতার হোসেন বলেন, ‘দেশের মানুষ চান, নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হোক। আমরা বিশ্বাস করি, সেই রাজনৈতিক শক্তি সামনের দিনে দেশকে নেতৃত্ব দেবে। দেশের রাষ্ট্রক্ষমতা পরিচালনা করবে। দেশের মেহনতি মানুষের মুক্তির দিশারি হয়ে উঠবে।’

নতুন রাজনৈতিক দলের নামকরণ নিয়ে আখতার হোসেন বলেন, ‘দেশের জনগণের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। অনেক নাম প্রস্তাবে এসেছে। সব বিষয় বিবেচনায় রেখে নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলের নামকরণ ঠিক করা হবে।’

দেশে এখনো অনেক ফ্যাসিবাদী নীতি-বিধি রয়ে গেছে বলে উল্লেখ করে জুলাই-আগস্ট অভ্যুত্থানের এ নেতা বলেন, ‘এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম চলছে। এই সংগ্রামের ভেতর দিয়ে জুলাই অভ্যুত্থান–পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব।’

আখতার হোসেন বলেন, তাঁরা দেশে মধ্যমপন্থী রাজনীতির চর্চা করতে চান। যে রাজনীতির ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ। যে স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার যে চেষ্টা করবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হবে তাঁদের কর্তব্য। দেশের স্বার্থকে রক্ষা করাই হবে তাঁদের শপথ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জুলাই অভ্যুত্থানে রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলার শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করেন আখতার হোসেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির রংপুরের নেতারা তাঁর সঙ্গে ছিলেন।