নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সিরাজুল ইসলাম মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিরাজুল ইসলামকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন। সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত পিপলস ইউনিভার্সিটির চেয়ারম্যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা থাকায় ঢাকা মহানগর পুলিশ পরে তাঁকে ফতুল্লা মডেল থানা–পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাঁকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিরা আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী নামের এক ব্যক্তি আহত হন। এই ঘটনায় আহত আহাম্মদ আলী গত ৫ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, সিরাজুল ইসলাম গতকাল পিপলস ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা তাঁকে আটক করে যৌথ বাহিনীর হাতে তুলে দেন।