কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলী উপজেলায় আজ শুক্রবার দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কিশোরগঞ্জে এ এযাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা এটিই। একই তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গায়ও। এর আগে গতকাল বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা ও দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল শনিবার শীত সামান্য বাড়তে পারে। এ মাসজুড়েই শীত থাকবে।
আবহাওয়া কর্মকর্তারা জানান, কয়েক দিন ধরে কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। গতকালও সূর্যের দেখা মেলেনি কিশোরগঞ্জে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
নিকলী উপজেলার কুর্শা এলাকার বাসিন্দা মফিজ উদ্দিন বলেন, ‘আমার ৭০ বছর বয়সে কখনো নিকলীতে এত শীত দেখিনি। এবারই প্রথম। শুধু শীত নয়, গত বছরের অক্টোবরে এক দিনের যে ভারী বর্ষণ হয়েছিল সে সময়ও নিকলীতে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এগুলো কোনো ভালো সংকেত নয়। এ নিয়ে আমরা নিকলী বাসিন্দারা শঙ্কায় আছি।’
কিশোরগঞ্জের নিকলীর প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিকলী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এত নিম্ন তাপমাত্রা এর আগে কিশোরগঞ্জে কখনো ছিল না।