৬ মাস ১৩ দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় কারাফটকে খায়রুল কবিরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলীয় নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম এন জামান বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির দুই দিন আগে আদালত থেকে জামিন পান। বুধবার তাঁর কারামুক্তির কথা জেনে সকাল থেকে শত শত নেতা-কর্মী কারাগার এলাকায় এসে জড়ো হন। পরে তিনি কারামুক্ত হলে নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুরে এলাহী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, খায়রুল কবিরের জামিননামার কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর রাতে খায়রুল কবিরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তখন থেকে কারাগারে ছিলেন তিনি।