বরিশাল সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের কাউন্সিলর সেলিম হাওলাদার (৫৯) মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আগামী ৩ জুলাই পঞ্চমবারের মতো কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার কথা ছিল বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার হওয়া এই নেতার। সেলিম হাওলাদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম হাওলাদার বরিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একবারের কমিশনার এবং ২০০২ সালে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রতিবার কাউন্সিলর নির্বাচিত হন।
সর্বশেষ ১২ জুনের সিটি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ওই নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে স্থায়ীভাবে তাঁকে বহিষ্কার করে বিএনপি। তিনি মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মো. সুমন প্রথম আলোকে বলেন, অসুস্থ হয়ে পড়লে গতকাল গভীর রাতে তাঁকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে আজ সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। সেলিম হাওলাদারকে আজ বুধবার নগরের মুসলিম গোরস্তানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
সেলিম হাওলাদারকে আজ বুধবার নগরের মুসলিম গোরস্তানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।