মেহেরপুর সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী দুই কিশোর আহত হয়েছে।
নিহত দুই কিশোরের নাম জিসান আহম্মেদ (১৪) ও সামিউল ইসলাম (১৪)। জিসান মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। সে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আর সামিউল মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে। তাদের সঙ্গে আহত দুজন হলো মেহেরপুর শহরের বোসপাড়ার সাদাত হোসেন (১৩) ও কাসারিপাড়ার সিয়াম হোসেন (১৩)। তারা চার বন্ধু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিসান, সামিউল, সাদাত ও সিয়াম তিনটি মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা পৌর শহর ঘুরে বাড়ি ফিরছিল। নতুন দরবেশপুর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জিসানের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগার উপক্রম হয়। জিসান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা খায়। পেছনে থাকা দুটি মোটরসাইকেলের চালকও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। আর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অন্যদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর সামিউল মারা যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শোভন মল্লিক বলেন, সিয়ামের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার সহকারী উপপরিদর্শক হাফিজুর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় জিসান আহম্মেদ ও সামিউল ইসলামের মৃত্যু হয়েছে। পুলিশ দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে।