জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীরধানাটা রায়পাড়া এলাকায় মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশের সময় এই তরুণকে আটক করা হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীরধানাটা রায়পাড়া এলাকায় মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশের সময় এই তরুণকে আটক করা হয়েছে

জামালপুরে তালা ভেঙে মন্দিরে প্রবেশের সময় এক তরুণ আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীরধানাটা রায়পাড়া কালীমাতা মন্দিরের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টার সময় এক তরুণকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় আনসার ও ভিডিপির সদস্যরা ওই তরুণকে আটক করেন।

আটক তরুণের নাম মাহমুদুল হাসান (২৫)। তিনি উপজেলার সাতপোয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তাঁর কাছ থেকে তালা ও কলাপসিবল গেট ভাঙার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আজ সকালে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বীরধানাটা রায়পাড়া কালীমাতা মন্দির এলাকায় গতকাল রাতে আনসার ও ভিডিপির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় তাঁদের কাছে তথ্য আসে, ওই মন্দিরে কিছু দুষ্কৃতকারী ঢুকছেন। দ্রুত তাঁরা মন্দিরে ছুটে যান। এ সময় মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে একজন দুষ্কৃতকারী ভেতরে ঢোকেন। আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। এরপর মন্দিরের ভেতর থেকে ওই তরুণকে আটক করা হয়।

জামালপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, মন্দির–গির্জাসহ বিভিন্ন এলাকায় চুরি–ডাকাতি প্রতিরোধে আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে ওই মন্দির এলাকায় তাঁরা টহল দিচ্ছিলেন। দুর্বৃত্তরা মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। আমাদের সদস্যদের দেখেই কয়েকজন পালিয়ে যান। আর মন্দিরের ভেতর থেকে ওই তরুণকে আটক করা হয়। তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’