ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ার কারণে শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে জয়ন্তিকা ট্রেন। রোববার বিকেলে
ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ার কারণে শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে জয়ন্তিকা ট্রেন। রোববার বিকেলে

লাউয়াছড়ায় ঝড়ে গাছ পড়ে রেল ও সড়কপথ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়ক ও রেলপথে কালবৈশাখীর কারণে গাছ পড়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি লাউয়াছড়ার ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল শমসেরনগর সড়ক বন্ধ রয়েছে।

ট্রেন আটকা পড়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ পর্যন্ত রেললাইনের বিভিন্ন জায়গায় ছোট-বড় গাছ পড়ে আছে। আমাদের রেলওয়ের কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরানোর কাজ করছেন। এ কারণে বিকেল পাঁচটা থেকে শ্রীমঙ্গলে সিলেটগামী জয়ন্তিকা ট্রেন ও ঢাকাগামী পারাবত ট্রেন শমসেরনগর স্টেশনে আটকা পড়েছে।’

মাহমুদ আলী নামে জয়ন্তিকা ট্রেনের এক যাত্রী বলেন, ‘অনেকক্ষণ ধরে ট্রেনে বসে আছি। ট্রেন স্টেশনেই রয়েছে। প্রচণ্ড ঝড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ওপর ডালপালা ভেঙে পড়েছিল। পরে রেলওয়ের লোকজন সেটা সরিয়েছেন।’
সিএনজিচালিত অটোরিকশাচালক কবির মিয়া বলেন, ‘ঝড় থামার পর শ্রীমঙ্গল থেকে ভানুগাছে যাচ্ছিলাম। রাস্তায় অনেক গাছ পড়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পরে চলে এলাম।’

এদিকে গতকাল রোববার বেলা তিনটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়ে ঘণ্টাখানেক ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। এতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে গাছ পড়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীমঙ্গল উপজেলার উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, কালবৈশাখীতে বড় বড় গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালনের লাইনের ওপর পড়েছে। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে গাছ সরানোর কাজ ও বিদ্যুতের লাইন ঠিক করতে নেমেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের পাশের অন্তত ১০টি দোকানের চালের টিন উড়িয়ে নিয়েছে ঝড়।