মামলা
মামলা

ভালুকায় বিএনপির কার্যালয়ে হামলার ছয় বছর পর সাবেক ২ এমপিসহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা

ছয় বছর আগে ময়মনসিংহের ভালুকায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহমেদ (ধনু), স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদসহ ১৯৮ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বাদী হয়ে গতকাল বুধবার থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর বেলা আড়াইটায় ভালুকা বাসস্ট্যান্ড–সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা শাখার কার্যালয়ে হামলা করেন আসামিরা। তখন কার্যালয়ে বিএনপির সভা চলছিল। সেদিন বিএনপি নেতা–কর্মীদের মারধর করে জখম, কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করা হয়।

মামলার বাদী মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার দিন বিএনপির নির্বাচনী সভা চলছিল। আওয়ামী লীগের লোকজন সেখানে অতর্কিতে হামলা করেন। মঞ্চ, চেয়ার ভাঙচুর করে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এতে এক থেকে দেড় শ নেতা–কর্মী সেদিন আহত হন। আওয়ামী লীগের চাপে এত দিন মামলা করতে পারেননি। সরকার পতনের পর ন্যায়বিচারের জন্য মামলা করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিএনপির সভা চলাকালে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।