বিএনপি নেতা শফিয়ার রহমান
বিএনপি নেতা শফিয়ার রহমান

বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের ফুলের তোড়া ছেঁড়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

কুড়িগ্রামের রৌমারীতে বিজয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের সময় হাতাহাতি ও ফুলের তোড়া ছিঁড়ে ফেলার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক মোস্তাফিজুর রহমানের সই করা এক পত্রে এ নোটিশ দেওয়া হয়। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজুর রহমান।

ওই নেতার নাম শফিয়ার রহমান। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি। নোটিশে তিন কর্মদিবসের মধ্যে তাঁর কাছে এর জবাব চাওয়া হয়েছে।

বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, চলতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি ফুল দিতে যান দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা। বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধা জানানোর পর যুবদল, স্বেচ্ছাসেবক ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে যান। এ সময় দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফরিজ উদ্দিন নিজেদের লোকজন নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীদের শ্রদ্ধাঞ্জলি দিতে বাধা দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ফুলের তোড়া ছিঁড়ে ফেলা হয়। পরে তৃতীয় পক্ষের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের কাছে পৃথক লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে শফিয়ার রহমানের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে শফিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘এখানে (নোটিশে) আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো মিথ্যা।’

এর আগেও শফিয়ার রহমানের বিরুদ্ধে দোকান দখল ও একটি কলরেকর্ড ফাঁসের ঘটনায় উপজেলা বিএনপি বিব্রত ছিল বলে জানান রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।