নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাজারঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
দুই শিশুর নাম সাইফুল (৭) ও আবদুল্লাহ (৬)। সাইফুল পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের রোকন মিয়ার ছেলে এবং আবদুল্লাহ পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। গতকাল সকালেই তারা নানা সিরাজ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মেঘনা নদীর পাড়ে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছিল সাইফুল ও আবদুল্লাহকে। বেলা দুইটার দিকে তারা নদীতে গোসল করতে নামে। ঢেউয়ের একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে যায়। জুমার নামাজের পর তাদের খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে নদীর পাড়ে আসেন স্বজনেরা। তারা গোসল করার জন্য নদীতে নেমেছিল, জানতে পেরে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন। বিকেল পাঁচটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘জুমার নামাজ পড়তে যাওয়ার সময়ও তাদের ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছিল। নামাজ পড়ে এসেই শুনি তারা নিখোঁজ। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। সম্ভবত সাঁতার না জানার কারণেই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, মারা যাওয়া শিশুদের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।