ছাগলনাইয়ার শুভপুর এলাকায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদারের পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা হয়
ছাগলনাইয়ার শুভপুর এলাকায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদারের পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা হয়

ছাগলনাইয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার প্রার্থীর জরিমানা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ছাগলনাইয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে গতকাল শনিবার রাত আটটায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযান পরিচালিত হয়। এ সময় ম্যাজিস্ট্রেট দেখতে পান, প্রার্থীরা আচরণ বিধিমালা লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডিত ব্যক্তিদের মধ্যে আছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার (কাপ–পিরিচ)। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শামিয়ানা টানিয়ে উপজেলার শুভপুর এলাকায় জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা সভা করছিলেন।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে নির্বাচনী পোস্টর-ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালানোয় চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুককে (টেলিফোন মার্কা) ১০ হাজার টাকা, মো. আবদুল হালিমকে (আনারস মার্ক) ১০ হাজার টাকা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি জুলেখাকে (কলস মার্কা) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, আচরণবিধিমালা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে ছাগলনাইয়া থানার পুলিশ।

প্রসঙ্গত, ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা যুবলীগ সভাপতি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।