নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক। আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে সিরাজকে গ্রেপ্তার করা হয়।
চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। আজ দুপুরে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সিরাজ উল্যাহর বিরুদ্ধে একটি সিআর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩৩ লাখ টাকা জরিমানা ও আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার পরিচয়ে তিনি এলাকায় নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে চলতেন।
সিরাজ উল্যাহকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।