নওগাঁর বদলগাছি উপজেলায় মসজিদের অজুখানা নির্মাণের স্থান নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে হামলায় এক বৃদ্ধ মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম আকবর আলী (৭০)। শুক্রবার বেলা দুইটার পর মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
আকবর আলী মিঠাপুর পুকুরপাড় গ্রামের লবানু মণ্ডলের ছেলে। মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জুমার নামাজের পর অজুখানার স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের মারামারি হয়। এতে বৃদ্ধ আকবর আলী মারা যান।
গ্রামবাসী জানিয়েছেন, অজুখানা নির্মাণের জন্য মসজিদের বাইরে স্থান নির্ধারণ করা হয়। এতে গ্রামের আবদুর রহমান আপত্তি করেন। তিনি মসজিদের চত্বরের ভেতর অজুখানা নির্মাণের দাবি জানান। জুমার নামাজ শেষে অজুখানা নির্মাণের স্থান নিয়ে আকবর আলী ও আবদুর রহমানের মধ্যে তর্ক হয়।
দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আকবর আলীর গলা চেপে ধরেন আবদুর রহমান। এতে আকবর অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে বাড়িতে নিয়ে যান। এরপর আবদুর রহমানের লোকজন এসে আকবর আলীকে মারধর করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বিকেলে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান ও পরির্দশক (তদন্ত) রায়হান হোসেন ঘটনাস্থলে আসেন। পুলিশ আসার খবরে অভিযুক্ত আবদুর রহমান ও তাঁর লোকজন পালিয়ে যান।
ওসি আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে গন্ডগোলের ঘটনায় একজন বৃদ্ধ মারা গেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।