ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আট বছর বয়সী শ্যালককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সজীব মিয়া (২৮) নামের ওই ব্যক্তিকে আখাউড়া রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়। এ সময় সজীবের শ্যালক আবু সাঈদকেও (৮) উদ্ধার করে পুলিশ।
আটক সজীব মিয়া নরসিংদীর মনোহরদী উপজেলার কোনাপাড়া গ্রামের হারিজ মিয়ার ছেলে। তাঁকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আড়াইহাজার উপজেলার উচিতপোড় গ্রামের সোলেমান মিয়ার শিশুপুত্র আবু সাঈদ ১১ অক্টোবর স্কুল থেকে ফেরার পর দুপুরের খাবার খেয়ে গ্রামের বাজারে যায়। এ সময় তার দুলাভাই সজীব মিয়া তাকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে অপহরণ করেন। শিশু সাঈদ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে যান। আবু সাঈদের বাবা সোলেমান মিয়া আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর সজীব একটি মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে একই নম্বর থেকে কল করে বিকাশে কিছু টাকা পাঠাতে বলেন। বিষয়টি সোলেমান মিয়া পুলিশকে জানান।
আড়াইহাজার থানার এসআই রিপন আহামেদ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুঠোফোনের ওপাশের ব্যক্তির অবস্থান আখাউড়া রেলস্টেশন এলাকায় বলে নিশ্চিত হন। আখাউড়া থানার এসআই নিজামসহ অন্য পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে শিশু সাঈদকে উদ্ধার করেন তিনি। এ সময় অপহরণকারী সজীবকেও আটক করা হয়।
শিশুটির বাবা সোলেমান মিয়া বলেন, অপহরণকারী সজীব তাঁর মেয়ের সাবেক স্বামী। নির্যাতনের কারণে প্রায় তিন বছর আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। প্রতিশোধ নিতেই সজীব এমন কাণ্ড ঘটিয়েছেন বলে তাঁর ধারণা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, আড়াইহাজার থানা থেকে আসা পুলিশের কাছে আটক সজীব ও উদ্ধারকৃত শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই থানাতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।