ভারতে প্রশিক্ষণে থাকা অবস্থায় বাউফলের ইউএনওর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন ভারতের উত্তরাখন্ড রাজ্যের মুসৌরী শহরে প্রশিক্ষণে থাকা অবস্থায় মারা গেছেন। আজ রোববার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

ইউএনও আল–আমিনের ভগ্নিপতি বরগুনার আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন বলেন, ভারতীয় সময় অনুযায়ী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণরত অবস্থায় মারা যান।

আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেমের ছেলে। তিনি স্ত্রী ও আড়াই বছরের দুটি যমজ কন্যাসন্তান রেখে গেছেন।

আল-আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফল উপজেলার ইউএনওর দায়িত্ব নেন। সেখান থেকে চলতি মাসের ৬ জুন ভারতে সরকারিভাবে প্রশিক্ষণে যান। প্রশিক্ষণ শেষে ১৮ জুন তাঁর বাউফলে ফেরার কথা ছিল।